তবুও একটা আইন হোক
দেশে এযাবতকালে যতগুলো নির্বাচন কমিশন গঠিত হয়েছে, তার সবকটিই ছিল অসাংবিধানিক। ঠিক একই কারণে সেই নির্বাচন কমিশনের অধীনে হওয়া নির্বাচনগুলোর বৈধতা নিয়েও প্রশ্ন তোলা যায়। কথাগুলো অতিশয়োক্তি মনে হতে পারে; কিন্তু আসলে কি তাই?
এ দেশে অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য নির্বাচন প্রশ্নবিদ্ধ হচ্ছে দীর্ঘদিন থেকে। এখন শুধু যে বিরোধী দলের দিক থেকেই কথাগুলো বলা হয়, তা না; সরকারদলীয় জোটের অনেক সদস্যই এমন কথা বলতে শুরু করেছেন। এ পরিস্থিতির মধ্যে এগিয়ে আসছে আরেকটি জাতীয় সংসদ নির্বাচন। তাই আলোচনায় এসেছে নির্বাচন কমিশনার নিয়োগের কথাও।