কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

পড়ে আছে অর্ধকোটি টাকার যন্ত্র, ডেঙ্গু চিকিৎসা ব্যাহত

বাংলা ট্রিবিউন খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২১, ১০:১৮

খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে ডেঙ্গু রোগীর চিকিৎসায় ২০ শয্যার ইউনিট খোলা হয়েছে। অথচ রক্তের প্লাটিলেট পৃথকীকরণসহ চিকিৎসাসেবা দিতে কার্যকরী ভূমিকা রাখা সেল সেপারেট এবং প্লাজমা অ্যাফেরেসিস মেশিন কয়েক বছর ধরে অকেজো হয়ে পড়ে আছে। অর্ধকোটি টাকার এই মেশিন পড়ে থাকায় ভোগান্তি পোহাতে হয় রোগীদের। দেড়-দুই হাজার টাকা খরচ করে বেসরকারি হাসপাতাল থেকে এই সেবা নিতে হয়।


স্থানীয় সূত্রে জানা যায়, ডেঙ্গু ইউনিটে বুধবার (১৫ সেপ্টেম্বর) পর্যন্ত ১০ জন রোগী চিকিৎসাধীন। এ পর্যন্ত ৫৪ জন ডেঙ্গু রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে। মারা গেছেন একজন। ডেঙ্গু রোগীর সেল সেপারেট প্রয়োজন হলেও ভিন্ন কৌশলে তা সম্পন্ন করে চিকিৎসা দেওয়া হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও