নৈতিক শক্তি নেই বলেই বিএনপি আন্দোলন-সংগ্রামে পিছিয়ে
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২১, ২০:৫৪
আরেকটা ৫ জানুয়ারির নির্বাচন দেশ-জনগণের জন্য ক্ষতিকর হবে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। বুধবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে বরিশালের অশ্বিনী কুমার হল চত্বরে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। জোনায়েদ সাকি বলেন, ২০২৩ সালের নির্বাচন নিয়ে আওয়ামী লীগ সরকার নতুন করে খেলা দেখানোর পাঁয়তারা করছে। আগামী জাতীয় নির্বাচন অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে হতে হবে।