![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-09%252F540fd6c6-a2cf-4237-94bf-9427d88e2f7d%252FPakistan_Taliban_AFP.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.0)
তালেবানকে প্রশ্রয় দেওয়ায় পাকিস্তানকে সতর্ক হতে হবে
আফগানিস্তানে তালেবানের ক্ষমতা দখল পাকিস্তানের জন্য ভূরাজনৈতিক দিক থেকে অনেক বড় লাভের বিষয়। তবে এই নতুন বাস্তবতায় যে পরিস্থিতির উদ্ভব হচ্ছে এবং সামনে আরও যা আসবে, তা যদি ইসলামাবাদ ঠিকমতো সামাল দিতে না পারে, তাহলে তালেবানই পাকিস্তানের জন্য বিপদ হয়ে দেখা দেবে। পাকিস্তানের নিজের ভূখণ্ডেই তখন অস্থিরতা দেখা দিতে পারে।
ভারতবান্ধব আশরাফ গনির সরকার এখন আর ক্ষমতায় নেই। ফলে পাকিস্তান এখন বিনা বাধায় আফগানিস্তানের ‘কৌশলগত গভীরে’ যাওয়ার সুযোগ পেয়েছে। তার মানে ইসলামাবাদকে এখন আর প্রাচ্য ও পাশ্চাত্য থেকে আসা হুমকি ঠেকাতে আগের মতো অতিরিক্ত মনোযোগ দিতে হচ্ছে না। জইশ-ই-মুহাম্মাদ এবং লস্কর-ই-তাইয়েবার মতো যে আন্তর্জাতিক সন্ত্রাসী গ্রুপগুলো পাকিস্তানের মাটিতে গজিয়ে উঠেছে, সেই গ্রুপগুলোর সদস্যরা আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে এখন আস্তানা গেড়েছে। তাদের অনেককেই কাবুলের রাস্তায় হাঁটতে দেখা গেছে বলেও খবর পাওয়া যাচ্ছে।