![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2021/09/15/narayanganj-biwta-150921-01.jpg/ALTERNATES/w640/narayanganj-biwta-150921-01.jpg)
রূপগঞ্জে জুট মিলসহ ৪০ স্থাপনা উচ্ছেদ
নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদী দখল করে গড়ে ওঠা ৪০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ। বিআইডব্লিউটিএ-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট শোভন রাংসার নেতৃত্বে বুধবার দিনব্যাপী এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
উচ্ছেদ হওয়া অবৈধ স্থাপনার মধ্যে রয়েছে রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার সাবেক মেয়র আবু বাশার বাদশার বাসভবনের সীমানা প্রাচীর, উত্তরা জুট মিলের সীমানা প্রাচীর, ফকির ফ্যাশনের জমির সীমানা প্রাচীর ও লা রিভারিয়া রিসোর্টের স্থাপনাসহ নানা ধরনের স্থাপনা।