![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fs41-20210915172712.jpg)
কীর্তনখোলা নদীর তীরে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
বরিশালের কীর্তনখোলা নদীর তীরে গড়ে ওঠা অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মারুফ দস্তগীর এ অভিযান পরিচালনা করেন। এসময় বিআইডব্লিউটিএ, নৌপুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।