তিয়ানআনমেন নিয়ে অননুমোদিত কর্মসূচি, হংকংয়ে ৯ গণতন্ত্রপন্থির কারাদণ্ড
তিয়ানআনমেন স্কয়ারে কথিত দমনপীড়ন স্মরণে গত বছরের এক অননুমোদিত কর্মসূচিতে অংশ নেওয়ার দায়ে হংকংয়ের ৯ গণতন্ত্রপন্থি কর্মীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
৬ থেকে ১০ মাসের দণ্ড পাওয়া এ কর্মীরা গত বছর আলো জ্বালিয়ে বেইজিংয়ের তিয়ানআনমেন স্কয়ারে ১৯৮৯ সালে হওয়া কথিত ওই দমনপীড়নে হতাহতদের স্মরণ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।
১৯৯৭ সালে যুক্তরাজ্যের কাছ থেকে চীনের হাতে যাওয়া হংকংয়েই সাধারণত প্রতি বছরের ৪ জুন তিয়ানআনমের স্মরণে বিশ্বের মধ্যে সবচেয়ে বড় আলোক প্রজ্বালন কর্মসূচি হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।