পরীক্ষার বোঝা কমিয়ে শিক্ষাক্রমে রকমফের

জাগো নিউজ ২৪ মোস্তফা কামাল প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২১, ১০:০৩

করোনার জেরে ৫৪৪ দিনের বন্ধের পর স্কুল-কলেজ খুলতেই কারিকুলামে নতুন বার্তা পেল বাংলাদেশের শিক্ষা সেক্টর। ভালো-মন্দ আরো পরের বিষয়। এ নিয়ে কথা হবে। হতেই থাকবে। সরকারের দিক থেকে উদ্দেশ্য হিসেবে বলা হয়েছে, শিক্ষাকে আনন্দময় করে তোলা এবং ক্লাসেই পাঠদান শেষ করা। সেই লক্ষ্যেই শিক্ষাক্রমে পরিমার্জন।


পরিমার্জিত প্রস্তাবিত কারিকুলামের সারসংক্ষেপ হচ্ছে- প্রাথমিকে তৃতীয় শ্রেণি পর্যন্ত পরীক্ষা থাকছে না। পঞ্চম শ্রেণির সমাপনী-পিইসি এবং অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট-জেএসসি এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট-জেডিসি পরীক্ষা আর কেন্দ্রীয়ভাবে হবে না। তা হবে নিজ নিজ প্রতিষ্ঠানে। আবশ্যিক বিষয় ছাড়া অন্য বিষয়গুলোর পরীক্ষাও বাদ দেওয়া হয়েছে। নবম ও দশম শ্রেণির বই আলাদা করা হয়েছে। দশম শ্রেণির পাঠ্যবই পড়িয়েই এসএসসি ও সমমানের পাবলিক পরীক্ষা নেওয়া হবে। মোটকথা এসএসসির ও সমমান পরীক্ষার আগে আর কোনও পাবলিক পরীক্ষা থাকছে না। উচ্চ মাধ্যমিকের একাদশ ও দ্বাদশ শ্রেণির বই আলাদা করা হয়েছে, পরীক্ষাও অনুষ্ঠিত হবে আলাদা। রেজাল্ট দেয়া হবে দুই পরীক্ষা ও মূল্যায়ন সমন্বয় করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও