ভরসা শুধুই বাঁশের সাঁকো
‘যখনই নির্বাচনের সময় আসে তখন এলাকায় একটি ব্রিজ বানিয়ে দেওয়ার আশ্বাস দেওয়া হয়। নির্বাচন শেষ তো প্রতিশ্রুতির কথা ভুলে যান সবাই। পরিষদে পরিষদে ঘুরেও কারোর দেখা মেলে না। রোগী নিয়ে কিংবা বাচ্চা প্রসবের মতো জরুরি অবস্থায় আমাদের পড়তে হয় বিপদে। খুব চরম পরিস্থিতিতে অসুস্থ মানুষকে কাঁধে নিয়ে নদী পার হতে হয়। তারপরও আমাদের শেষ ভরসা এই বাঁশের সাঁকো।’
কথাগুলো বলছিলেন নীলফামারী সদরের ১৩ নম্বর চাপড়া সরমজানি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নুরুদ্দীন। অন্তত চার হাজার জনবসতি নিয়ে গড়ে ওঠা ৬ নম্বর ওয়ার্ডটির প্রবেশদ্বার এবং ইউনিয়ন পরিষদ, উপজেলা, জেলা শহর কিংবা মেডিকেল যাওয়ার প্রধান মাধ্যম এই বাঁশের সাঁকো। স্থানীয় বড় বাজার যাদুরহাটের সঙ্গে ওই ওয়ার্ডের মানুষের সংযোগ স্থাপন করেছে সাঁকোটি। ফলে নদীর ওপর একটি ব্রিজ না থাকায় নুরুদ্দীনের মতো ক্ষোভ প্রকাশ করেন অনেকেই।
- ট্যাগ:
- বাংলাদেশ
- ব্রিজ নির্মাণ
- বাঁশের সাকো