নতুন আফগান সরকারকে স্বীকৃতি, নীরব ভূমিকায় বিশ্ব
আফগানিস্তানে নতুন তত্ত্বাবধায় সরকার গঠন করেছে তালেবান। এর পরপরই চীন আফগান সরকারকে স্বীকৃতি দিয়েছে। কিন্তু এখন এ বিষয়ে নীরব ভূমিকা পালন করছে বিশ্বের অন্যান্য দেশ। নতুন আফগান সরকার গঠনের পাঁচদিনের মাথায় অর্থাৎ গত রোববার কাবুল সফরে যান কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি এবং এরপর তিনি আফগান প্রধানমন্ত্রী মোল্লা হাসান আখুন্দের সঙ্গে বৈঠক।
কিন্তু দোহায় ফিরে সোমবার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নে কাতারের পররাষ্ট্রমন্ত্রী জানিয়ে দেন যে, তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার সময় এখনও আসেনি। অন্যদিকে, তালেবানকে মদত দিচ্ছে বলে যে দেশের প্রতি বার বার অভিযোগ আনা হয়েছে, নতুন কাবুল সরকার নিয়ে সেই পাকিস্তানের ভূমিকাও অস্পষ্ট।