![](https://media.priyo.com/img/500x/https://imaginary.barta24.com/watermarkimage?image=https://barta24.com/watermark.png&path=/uploads/news/2021/Sep/14/1631611228815.jpg&width=600&height=315&top=271)
মোংলা বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত, জাহাজের কাজ বন্ধ
বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের কারণে মোংলা সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে। নিম্নচাপের প্রভাবে মঙ্গলবার ভোর থেকে থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে।
রাতেও ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাত বয়ে যায়। সোমবার দিবাগত রাত ও মঙ্গলবার ভোরের টানা বৃষ্টিতে পৌর শহরের নিম্নাঞ্চলসহ উপজেলার বিভিন্ন নিচু এলাকা ও কিছু কিছু চিংড়ি ঘের তলিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। তাই জাল ও নেট দিয়ে চাষীরা তাদের ঘেরের মাছ আটকে রাখতে কাজ করছেন।