ইউটিউব দেখে বাড়ির ছাদে ড্রাগন চাষ
সিরাজগঞ্জ জেলা সদর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে উল্লাপাড়া পৌর শহরের ঝিকিড়া মহল্লা। বাসিন্দা কামরুজ্জামানের বাড়ির আঙিনা ও ছাদে ড্রাগন ফলের গাছ। ধরেছে লালচে রঙের ড্রাগন ও ফুল। বিভিন্ন প্রজাতির প্রায় ১ হাজার ৫০০ গাছ সেখানে।
কামরুজ্জামান সিরাজগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের পরিসংখ্যান সহকারী হিসেবে কর্মরত। এই কাজের পাশাপাশি ইউটিউবে ভিডিও দেখে ড্রাগন চাষের নানা রকম পদ্ধতি শেখেন। তিন বছর আগে শখের বশে অন্যের জমিতে ড্রাগন ফলের চাষ শুরু করেন। প্রথমে ব্যর্থ হওয়ার পর এই ফলের চাষ শুরু করেন নিজ বাড়ির আঙিনা ও ছাদে। কামরুজ্জামান এখন উপজেলার সফল ড্রাগন ফলের চাষি।