গত ১০ মাসেও নিয়োগ হয়নি সরকারি কর্ম কমিশন থেকে সুপারিশপ্রাপ্ত ২ হাজার ১২১ জন সহকারী শিক্ষকের। সরকারি চাকরি হওয়ার পর বেসরকারি প্রতিষ্ঠানের চাকরি ছেড়ে দিয়ে তারা এখন মানবেতর জীবন যাপন করছেন। দ্রুত তাদের নিয়োগদানের জন্য অনুরোধ করছেন সংশ্লিষ্ট শিক্ষকরা।
এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেন ইত্তেফাককে বলেন, সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ প্রক্রিয়া চলমান আছে। বর্তমানে সংশ্লিষ্টদের পুলিশ ভেরিফিকেশন চলছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে তাদের নিয়োগ সম্পন্ন করতে পারব।