![](https://media.priyo.com/img/500x/https://imaginary.barta24.com/resize?width=800&quality=75&path=uploads/news/2021/Sep/13/1631523528267.jpg)
স্বাস্থ্যের মালেকের অস্ত্র মামলার রায় ২০ সেপ্টেম্বর
স্বাস্থ্য অধিদফতরের বরখাস্ত গাড়িচালক আব্দুল মালেকের (৬৩) বিরুদ্ধে করা অস্ত্র মামলায় রায় ঘোষণার জন্য আগামী ২০ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত।
সোমবার (১৩ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত তৃতীয় মহানগর দায়রা জজ আদালতে বিচারক রবিউল আলম রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য এ দিন ধার্য করেন।