আপনার মতো ‘কাফেরের’ শিরশ্ছেদ করতেই পারি: মানবাধিকারকর্মীকে তালেবান
হাবিবুল্লাহ ফারজাদ ভারতের নয়াদিল্লির সাউথ এশিয়ান ইউনিভার্সিটির (সার্ক প্রতিষ্ঠিত) পিএইচডি স্কলার এবং একজন মানবাধিকার কর্মী। গত ৮ সেপ্টেম্বর পশ্চিম কাবুলে নারী অধিকারের দাবিতে বিক্ষোভ চলাকালে তালেবানরা তাকে বেধড়ক মারধর করে। এ ঘটনায় ফারজাদের একটি হাত ভেঙে যায়। এ ছাড়া, তিনি শরীরের একাধিক স্থানে আঘাতও পেয়েছেন।