ক্রীড়া: অলিম্পিকের জন্য পথরেখার উদ্যোগ
আধুনিক অলিম্পিকের ইতিহাসে এ পর্যন্ত কতজন অলিম্পিয়ান শুধু জন্মগত প্রতিভার বদৌলতে স্বর্ণপদক জিতেছেন, এমন পরিসংখ্যানের সঙ্গে আমার পরিচয় ঘটেনি। ক্রীড়া বিশেষজ্ঞরা বলেন, এটি অসম্ভব বিষয়। চ্যাম্পিয়ন তৈরি হয় আধুনিক অ্যাথলেট তৈরির কারখানায় বছরের পর বছর যত্নের সঙ্গে কঠোর পরিশ্রম এবং অনুশীলনের মাধ্যমে। আধুনিক বিজ্ঞানসম্মত কারখানায় থাকেন ক্রীড়াবিজ্ঞানী, আধুনিক কোচ, ট্রেনার, স্পোর্টস ফিজিওলজিস্ট, ফিজিওথেরাপিস্ট, ডাক্তার, ম্যাসিওর ডায়েটেশিয়ান, সাইকিয়াট্রিস্টসহ বিভিন্ন ধরনের বিশেষজ্ঞ। এরা একটি পূর্ণাঙ্গ টিম হিসেবে নির্ধারিত পথরেখার আওতায় পরিকল্পনামাফিক প্রগতিশীল প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন।
- ট্যাগ:
- মতামত
- বাংলাদেশি গেম
- অলিম্পিক গেমস