কওমি মাদ্রাসা খুলেছে, চলবে ‘কোয়ারেন্টিন সেন্টারের’ আদলে
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২১, ২৩:২৩
প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে দেশের কওমি মাদ্রাসাগুলোও খুলেছে। রবিবার (১২ সেপ্টেম্বর) মাদ্রাসাগুলোতেও ক্লাস শুরু হয়েছে। তবে অবকাঠামো ও শিক্ষার্থীদের সংখ্যাগত কারণে প্রতিষ্ঠানগুলোতে স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়টি তেমন পরিলক্ষিত হয়নি। তবে অন্তত এক বছর পর শিক্ষালয়ে ফিরে খুশি মাদ্রাসার শিক্ষার্থীরা।
রাজধানীর বিভিন্ন মাদ্রাসার কর্তৃপক্ষ বলছে, প্রতিষ্ঠানগুলো আবাসিক হওয়ার কারণে অনেকটাই ‘কোয়ারেন্টিন সেন্টারের’ মতো পরিচালিত হবে। শিক্ষার্থীদের বাইরে যাতায়াত নিয়ন্ত্রিত থাকায় মাদ্রাসার ভেতরে আলাদা করে মাস্ক বা অন্য কোনও বিধিনিষেধ মানার প্রয়োজনীয়তা শিথিল হচ্ছে।