পরীক্ষা নয়, শিক্ষা পুনরুদ্ধারে বেশি গুরুত্ব দিতে হবে
প্রথম আলো
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২১, ১৯:০৯
দুটি দৃষ্টিকোণ থেকে বিষয়টি দেখতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান খুললেই শিক্ষাটা খুলে যাবে, আশা করা কঠিন। আমরা দীর্ঘদিন একটা পরিস্থিতিতে ছিলাম। সরকারের নির্দেশনা ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নেওয়ার কাজটি সহজ নয়। এখন চ্যালেঞ্জ হলো শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফিরিয়ে এনে পাঠদান নিশ্চিত করা।
মাঠপর্যায়ে সরকারের নির্দেশনাগুলো মেনে চলার পরিবেশ পরিস্থিতি আছে কি না। কোথায় কী সমস্যা আছে, আমরা আগে চিন্তা করিনি। আমার ধারণা,সব স্তরের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে প্রস্তুত করতে অন্তত সপ্তাহখানেক সময় লাগবে।