![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2021/09/08/high-court-supreme-court-080921-01.jpg/ALTERNATES/w640/high-court-supreme-court-080921-01.jpg)
জমি দখলের জন্য রাজারবাগের পীরের ‘কেরামতি’, স্তম্ভিত আদালত
বাড়ি আর জমির দখল নিতে ঢাকার শান্তিবাগ এলাকার এক বাসিন্দার বিরুদ্ধে ধর্ষণ, নারী নির্যাতন, অ্যাসিড নিক্ষেপ, মানবপাচারের মত নানা অভিযোগে ৪৯টি মামলার পেছনে রাজারবাগের পীর দিল্লুর রহমানের সম্পৃক্ততা উঠে এসেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এক অনুসন্ধান প্রতিবেদনে।