করোনায় ২৮ শতাংশ গৃহশ্রমিকের মজুরি কমেছে
করোনা মহামারির মধ্যে ২৮ দশমিক ২ শতাংশ গৃহশ্রমিকের মজুরি হ্রাস পেয়েছে। রোববার (১২ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। অক্সফাম ইন বাংলাদেশ ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার সহায়তায় ‘সুনীতি’ প্রকল্পের আওতায় ২৮৭ জন গৃহশ্রমিকের ওপর ‘গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণনীতি বাস্তবায়ন নিরীক্ষা এবং উত্তরণের উপায়’ শীর্ষক এই সমীক্ষা পরিচালনা করে বিলস।