কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কলেজ জীবনের প্রথম সশরীরে ক্লাসে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

ঢাকা পোষ্ট ঢাকা কলেজ, ঢাকা প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২১, ১৬:৩০

কলেজ জীবনের প্রথমবার সশরীরে ক্লাস করতে পেরে বেশ উচ্ছ্বাসিত ঢাকা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীরা। গতবছরের সেপ্টেম্বরে ২০২০-২১ সেশনে একাদশ শ্রেণিতে ভর্তি হলেও করোনার কারণে সশরীরে ক্লাস করার সুযোগ হয়নি তাদের। প্রায় এক বছর অনলাইনেই ক্লাস-পরীক্ষায় অংশ নিয়েছে এসব শিক্ষার্থী। রোববার (১২ সেপ্টেম্বর) তাদের সশরীরে ক্লাস করার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল।


সরেজমিনে দেখা যায়, সকাল ৮টায় ক্লাস শুরু হওয়ার কথা থাকলেও ৭টা থেকে মূল ফটকে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। সকাল সাড়ে ৭টায় খুলে দেওয়া হয় প্রধান ফটক। শিক্ষকদের তত্ত্বাবধানে স্বাস্থ্যবিধি মেনে লাইনে দাঁড়িয়ে শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রবেশ করেন। তাদের অধ্যক্ষ ফুল দিয়ে বরণ করে নেন। এরপর শিক্ষার্থীদের পাঠানো হয় নিজ শ্রেণিকক্ষে। সেখানে জাতীয় সংগীত এবং অধ্যক্ষের দিকনির্দেশনা মূলক বক্তব্যের পর শুরু হয় ক্লাস। ক্লাস শেষে শিক্ষার্থীদের চোখেমুখে ছিল আনন্দের ঝিলিক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও