প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে পাকিস্তানে নিহত ১৭
পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনওয়ার তোরঘর জেলায় প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে ১৭ জনের মৃত্যু হয়েছে। ১১ জনের মৃতদেহ ইতোমধ্যে উদ্ধার করা সম্ভব হয়েছে, বকিদের উদ্ধারেও জোর তৎপরতা চলছে।
তোরঘর জেলার পুলিশ কর্মকর্তা মোহাম্মদ নওয়াজ এই তথ্য নিশ্চিত করেছেন। সাংবাদিকদের তিনি জানান, শনিবার থেকেই পার্বত্য অঞ্চল খাইবার পাখতুনওয়ার বিভিন্ন জেলায় বৃষ্টিপাত শুরু হয়েছে। রোববার ভোরের দিকে জেলার প্রত্যন্ত কয়েকটি গ্রামে প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢল দেখা দেয়।