শিক্ষাপ্রতিষ্ঠানে উৎসবমুখর পরিবেশ
১২ সেপ্টেম্বর ২০২১। করোনা মহামারির কারণে প্রায় দেড় বছর পর আজ শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে উৎসবমুখর পরিবেশে। বাংলাদেশ উৎসবের দেশ। কথায় বলে এ দেশে বারো মাসে তেরো পুজা। প্রধানমন্ত্রী বলেছেন, ‘ধর্ম যার যার উৎসব সবার। ‘হাজার বছর ধরে এদেশে সকল ধর্মের মানুষ একসাথে মিলে মিশে নানানরকম উৎসব গুলো নানারঙে পালন করে আসছে। তবে বিজাতীয়রা বহুবার নিজেদের স্বার্থে আমাদের সম্প্রীতির উপর, সংস্কৃতির উপর বাঁধা সৃষ্টি করেছে।’ যাহোক আজকের আলোচ্য বিষয় এমনটি নয়। আমাদের গর্বের জাতীয় উৎসব আছে অনেক। আছে ধর্মীয় উৎসব। বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষের পহেলা বৈশাখ। আমাদের এতসব উৎসবকে ছাড়িয়ে ১২ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠান খোলা মহা সমারোহে যেন এক মহোৎসব।