![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2021%2F09%2F11%2Fgovernment-national.jpg%3Fitok%3DQfqnyh5G)
শিক্ষার্থীদের হোস্টেল চালাতে মানতে হবে ১৪ নির্দেশনা
এনটিভি
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২১, ২২:০০
শিক্ষাপ্রতিষ্ঠানের আবাসিক শিক্ষার্থীদের হোস্টেল চালানোর জন্য ১৪টি নির্দেশনা জারি করা হয়েছে। আজ শনিবার মাউশির মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক স্বাক্ষরিত এক নির্দেশনায় এ কথা বলা হয়েছে।
করোনাভাইরাসের কারণে দেড় বছর বন্ধ থাকার পর আগামীকাল রোববার থেকে সারা দেশের স্কুল-কলেজ খুলতে যাচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের সরাসরি ক্লাসে অংশগ্রহণ করতে হবে। এর মধ্যেই আজ শিক্ষাপ্রতিষ্ঠানের আবাসিক শিক্ষার্থীদের হোস্টেল পরিচালনার ব্যাপারে এসব নির্দেশনা এলো।