ওসামা বিন লাদেনের হাত ধরে আল–কায়েদার বিশ্বত্রাস হয়ে ওঠা
২০০১ সালের ১১ সেপ্টেম্বর। যুক্তরাষ্ট্রের বিশ্ব বাণিজ্যকেন্দ্র ও টুইন টাওয়ারে ভয়াবহ সন্ত্রাসী হামলা, যাতে স্তম্ভিত হয়ে যায় পুরো বিশ্ব। হামলায় প্রাণ হারায় তিন হাজারের বেশি মানুষ। নজিরবিহীন ওই হামলার পর আল–কায়েদার নেতা ওসামা বিন লাদেন আমেরিকানদের চোখে বিশ্বের শীর্ষ সন্ত্রাসী হয়ে ওঠেন। তাঁকে ধরতে পরের মাসেই আফগানিস্তানে অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র। এর এক দশক পর পাকিস্তানের একটি বাড়িতে মার্কিন কমান্ডোদের অভিযানে নিহত হন ওসামা বিন লাদেন। তবে এর পরও থামে না তাঁর সংগঠন আল–কায়েদার সন্ত্রাসী তৎপরতা।