আফগানিস্তান : মাটি ও মহিলা
আফগানিস্তান একটি হাজারো সমস্যাক্লিষ্ট, যুদ্ধবিদীর্ণ দরিদ্র দেশ। তবুও এর প্রতি সবার লোভ, আকর্ষণ কিংবা আগ্রহ কী কারণে? বলা যায়, আফগান রাষ্ট্রের আর্থিক ও বাহ্যিক অবস্থা দৃশ্যত ভালো না হলেও এর অবস্থান, গুরুত্ব, সম্ভাবনাসহ বিভিন্ন কারণেই বারবার প্রভাবশালী বিদেশীরা সেখানে গেছে কিংবা সে দেশ নিয়ে গভীরভাবে মাথা ঘামিয়েছে।
আফগানিস্তানের ভৌগোলিক অবস্থান বাড়িয়েছে এর ভ‚রাজনৈতিক গুরুত্ব। আফগান দেশটি ‘গরিব’ হলে কী হবে, সে দেশ কিন্তু গুরুত্বের দিক দিয়ে ‘ধনী’। কারণ আফগানিস্তান মধ্য এশিয়া (সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রগুলো), দক্ষিণ এশিয়া (সার্ক অঞ্চল) ও দক্ষিণ-পশ্চিম এশিয়া (মধ্যপ্রাচ্য)- এ তিনটি গুরুত্ববহ অঞ্চলের সংযোগস্থল।