![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-09%252F4cd41013-3d7a-4066-abc7-da187e89ef89%252Fusa_1.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.0)
সায়গন থেকে কাবুল: যুক্তরাষ্ট্রের বিদায়ে সেই পরাজয়ের সুর
প্রথম আলো
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২১, ১৮:৪১
আলাদা দুটি দেশ, আলাদা সময়, আলাদা প্রেক্ষাপট। কিন্তু বিদায়ের ধরন অনেকটা একই। অর্ধশতকের বেশি সময় পর এসে কাবুল থেকে যুক্তরাষ্ট্রের ফিরে যাওয়া অনেককেই মনে করিয়ে দিল দক্ষিণ ভিয়েতনামের রাজধানী সায়গন থেকে তাদের পাততাড়ি গুটিয়ে নেওয়াকে। রাজনৈতিক বিশ্লেষকেরাও ভিয়েতনাম যুদ্ধের মতোই আফগানিস্তানেও যুক্তরাষ্ট্রের একধরনের পরাজয়ের কথা বললেন।