দ্বিতীয় ডোজ না নিয়েও ৮৫৮ জন পেলেন টিকার সনদ
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ না নিলেও ৮৫৮ জনের সনদ প্রস্তুত হয়েছে বলে জানা গেছে। মোবাইলে এসেছে টিকা সম্পন্নের মেসেজও। মোবাইল ফোনে মেসেজ পেয়ে এদের অনেকেই ডাউনলোড করে নিয়েছেন টিকার সনদ। যদিও স্বাস্থ্য বিভাগ বলছে, সার্ভার জটিলতা ও টিকা গ্রহণকারীর টিকা কার্ডের কিউআর কোর্ড স্ক্যান না করায় এ সমস্যার সৃষ্টি হয়েছে। তবে দ্বিতীয় ডোজ না নিয়েও মেসেজ পাওয়াদের শনাক্তের প্রক্রিয়া চলছে। তাদের টিকা পেতে কোনও সমস্যা হবে না।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ৭ আগস্ট গণটিকা কর্মসূচিতে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকাদান কেন্দ্রে এসে সাত হাজার ৭৯০ জন প্রথম ডোজ নিয়েছিলেন। এর ঠিক এক মাস পর ৭ সেপ্টেম্বর (মঙ্গলবার) দ্বিতীয় ডোজ গ্রহণ করেন ছয় হাজার ৯৩২ জন।