![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2019/11/04/google-remained-an-advert-j.jpg/ALTERNATES/w640/google-remained-an-advert-j.jpg)
আনুষ্ঠানিকভাবে ডেস্কটপ সার্চে ডার্ক মোড আনলো গুগল
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২১, ১৭:০৩
অবশেষে ডেস্কটপ সার্চের জন্য ‘ডার্ক থিম’ নিয়ে এলো গুগল। পরিবর্তনটি প্রথম চেখে পড়েছিল গত বছরের ডিসেম্বরে। কিন্তু এবার এটি আনুষ্ঠানিভাবেই এসেছে এবং সবার জন্যই আসছে। গুগল বলছে, “আগামী কয়েক সপ্তাহের মধ্যেই” ফিচারটি পৌঁছে যাবে ব্যবহারকারীদের হাতে। নিজেদের ‘প্রোডাক্ট সাপোর্ট ম্যানেজার’ আপডেটের মাধ্যমে এ বিষয়টি তুলে ধরেছে প্রতিষ্ঠানটি।প্রযুক্তিবিষয়ক ব্লগ এনগ্যাজেটের প্রতিবেদন বলছে, ব্যবহারকারীরা চাইলে সেটিংস> সার্চ সেটিংস> অ্যাপিয়ারেন্স থেকে ‘ডার্ক’ নির্বাচন করে দিতে পারবেন।