You have reached your daily news limit

Please log in to continue


করোনাকালেও থেমে নেই আ.লীগের দ্বন্দ্ব-সংঘাত

করোনা মহামারির মধ্যেই গত বছরের আগস্টে পিরোজপুরের মঠবাড়িয়ায় শুভ শীল (২০) নামের ছাত্রলীগের এক নেতার ডান হাতের কবজি কেটে নেওয়া হয়। কেবল তা-ই নয়, বিচ্ছিন্ন কবজি নিয়ে উল্লাস করেন হামলাকারীরা। এই উপজেলায় আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের অভ্যন্তরীণ কোন্দল ও সংঘাত অনেক দিন ধরে চলে আসছে। করোনার সময় গত ১৯ মাসে অন্তত পাঁচটি সংঘর্ষের ঘটনা ঘটেছে এখানে।

শুভ শীলের সঙ্গে গত বুধবার রাতে ফোনে এই প্রতিবেদকের কথা হয়। তিনি বলেন, রাজনীতি করার জন্য জীবনের এত বড় ক্ষতি হয়ে যাবে, তা ভাবনায়ও ছিল না। তাঁর জীবন এখন দুর্বিষহ। তিনি বলেন, তাঁকে হামলা করা কয়েকজন কারাগারে আছেন। কয়েকজন অভিযুক্ত জামিনে মুক্ত হয়ে গেছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন