বৃষ্টি হচ্ছে কিন্তু গরম কমছে না কেনো?
এখন ভাদ্র মাস প্রকৃতিতে শরৎ ঋতুর আগমন ঘটেছে বেশ কয়েকদিন হলো। শরতকে ঋতুর রানী বললেও ভুল হবে না।এসময় নদী তীরবর্তী স্থানগুলো সাদা কাশ ফুলে ছেয়ে থাকে। আকাশে স্বচ্ছ নীল মেঘের উড়াউড়ি ও ঝিরঝিরি বতাসের ছোঁয়ায় শরীর ও মন জুড়িয়ে যায়।
তবে নিয়মিত বৃষ্টি হলেও ভাদ্রের ভ্যাপসা গরম কমছে না! অনেকেই বলছে ভাদ্রে বৃষ্টি হচ্ছে অথচ ভ্যাপসা গরম কমছে না কেনো?
- ট্যাগ:
- বাংলাদেশ
- বৃষ্টি
- ভ্যাপসা গরম