যাত্রার মেয়ে থেকে যেভাবে নায়িকা হন অঞ্জু ঘোষ
                        
                            ঢাকা টাইমস
                        
                        
                        
                         প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২১, ১১:০৭
                        
                    
                ঢাকাই চলচ্চিত্রের একসময়ের তুমুল জনপ্রিয় নায়িকা অঞ্জু ঘোষ। যিনি বাংলাদেশ ও ভারতের মোট ছয়টি ভাষার ৩০০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন। এর মধ্যে বাংলাদেশি সিনেমা ‘বেদের মেয়ে জোসনা’র জন্য তিনি সবচেয়ে বেশি পরিচিত। তোজাম্মেল হক বকুল পরিচালিত ১৯৮৯ সালের এই সিনেমায় তিনি তখনকার সুপারহিট নায়ক ইলিয়াস কাঞ্চনের বিপরীতে অভিনয় করেন।
কিন্তু দুই বাংলার এই নামকরা নায়িকার অতীত ইতিহাস সম্পর্কে হয়তো অনেকেরই অজানা। তিনি খুবই সাধারণ ঘর থেকে চলচ্চিত্রের মতো এত বড় একটি প্ল্যাটফর্মে এসেছিলেন এবং খুব অল্প সময়ের মধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। পেটের দায়ে একসময় যাত্রায় নাচতেন অঞ্জু ঘোষ। গানও গাইতেন। তিনি ব্রাহ্মণবাড়িয়ার ভোলানাথ অপেরা নামে একটি যাত্রাদলের হয়ে কাজ করতেন।