চীনের সমুদ্র আইন মানবে না ফিলিপাইন, চায় মার্কিন সহায়তা
চীনের সংশোধিত সমুদ্র আইন না মানবে না ফিলিপাইন। বিতর্কিত জলসীমায় নিজেদের সার্বভৌমত্ব রয়েছে দাবি করে ফিলিপিনো প্রতিরক্ষামন্ত্রী ঘোষণা দিয়েছেন, তারা চীনা সমুদ্র আইন মানেন না। ওই অঞ্চলে চীনের হুমকি মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছেন তিনি।
সম্প্রতি ফিলিপাইন-যুক্তরাষ্ট্র পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি (এমডিটি) সম্পর্কিত এক অনুষ্ঠানে ফিলিপিনো প্রতিরক্ষামন্ত্রী ডেলফিন লরেঞ্জানা বলেন, পশ্চিম ফিলিপাইন সাগরে আমরা চীনাদের আইন মানবো না। আমরা মনে করি, ওই এলাকায় আমাদের সার্বভৌমত্ব রয়েছে। এ কারণে আমরা চীনাদের আইনকে স্বীকৃতি দেবো না।