১১ সেপ্টেম্বর: একটি ছবি, দুটো মানুষ, দুই দশক বয়ে চলা কষ্টের বোঝা
সেদিনের তারিখ ১১ সেপ্টেম্বর, ২০০১ সাল। সকাল ৯টা ৫৯ মিনিটে বিস্ফোরণের বিকট শব্দের পর ধসে পড়ে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সাউথ টাওয়ার। ১৫ মিনিটের মাথায় ধ্বংসস্তূপের ধুলা আর ধোঁয়ার মেঘের মধ্য দিয়ে নর্থ টাওয়ারের কাছে পৌঁছান আলোকচিত্রী শ্যানন স্টেপলটন।
ধ্বংসাবশেষের মধ্যে লবি থেকে বেরিয়ে আসা এক দল লোকের কয়েকটি ছবি দ্রুত ফ্রেমবন্দি করেন বার্তাসংস্থা রয়টার্সে ফ্রি ল্যান্সার এই আলোকচিত্রী।
নর্থ টাওয়ার থেকে বেরিয়ে আসা দলটির মাঝে খাটো চুলের একজন নারী তার মুখ জ্যাকট দিয়ে ঢেকে রেখেছিলেন। তার মুখ যন ঝুলে পড়েছিল, দৃষ্টি ছিল নিচের দিকে।