![](https://media.priyo.com/img/500x/https://www.bd-pratidin.com/assets/news_images/2021/09/11/og/085935_bangladesh_pratidin_RMC.jpg)
রামেক হাসপাতালের করোনা ইউনিটে আরও ৫ জনের মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গেল ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার থেকে শনিবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃতদের মধ্যে একজন করোনা পজিটিভ ছিলেন। এছাড়া করোনা উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে নাটোরের ২ জন, রাজশাহী, নওগাঁ ও পাবনার একজন করে রোগী মারা গেছেন।