‘লঘুচাপে, আর্দ্রতায়’ ভ্যাপসা গরম
তাপপ্রবাহ বয়ে না গেলেও ভাদ্র মাসের শেষ দিকে এসে শুক্রবার বেশ তপ্ত দিন পার করল ঢাকাবাসী।
এদিন ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৭ ডিগ্রি সেলসিয়াস, যা আগের দিনের চেয়ে ৫ ডিগ্রি সেলসিয়াস বেশি।
জ্যেষ্ঠ আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হঠাৎ তাপমাত্রা বেড়েছে বেশ। শুক্রবার ঢাকা, চাঁদপুর, মাইজদী কোর্ট, সিলেট ও শ্রীমঙ্গলসহ বিক্ষিপ্তভাবে অনেক এলাকায় ৩৬ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে।”