সাংসদ যখন বেকারত্ব নিয়ে ভাবেন
সম্প্রতি একজন সাংসদ তাঁর বক্তব্যের জন্য আলোচনায় এসেছেন। তিনি দেশের বেকারত্ব সমস্যা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন। চাকরিজীবী নারী ও পুরুষের মধ্যে বিয়ে বন্ধ করার জন্য একটি আইন প্রণয়নের দাবি জানিয়েছেন তিনি। তিনি মনে করছেন, এতে দেশের বেকারত্ব সমস্যার সমাধান হবে! ইউরোপ-আমেরিকা কিংবা এশিয়ার উন্নত দেশগুলোতে তো নারী-পুরুষ সবাই চাকরি করছেন। একে অপরকে বিয়েও করছেন। তাঁদের বেকারত্ব সমস্যা তো আমাদের মতো প্রবল নয়। তাঁদের তরুণ প্রজন্মকে তো লেখাপড়া শেষ করে দিনের পর দিন বেকার বসে থাকতে হয় না। তাহলে আমাদের কেন হয়?
মাননীয় সাংসদ তাহলে ঠিক কোন ধারণার বশবর্তী হয়ে এই বক্তব্য দিলেন? তাঁর কাছে কি কোনো তথ্য আছে? কিংবা কোনো পরিসংখ্যান? কোন কারণে আমাদের দেশে বেকার ছেলেমেয়ের সংখ্যা বেশি? তিনি তো আমাদের শিক্ষাব্যবস্থা নিয়ে কথা বলতে পারতেন। দেশে পাবলিক কিংবা প্রাইভেট ইউনিভার্সিটির সংখ্যা তো দিন দিন বাড়ছে। কিন্তু সে অনুযায়ী কি আমাদের শিক্ষার মান বাড়ছে? কিংবা বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বাড়িয়ে আদৌ কি বেকারত্ব সমস্যার সমাধান করা সম্ভব?