![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2021/09/09/aleksander-ceferin-090921-01.jpg/ALTERNATES/w640/aleksander-ceferin-090921-01.jpg)
বিশ্বকাপ বয়কটের হুমকি উয়েফা প্রধানের
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২১, ২৩:০১
দুই বছর পরপর ফিফার বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা নিয়ে আগেই উদ্বেগ প্রকাশ করেছিলেন আলেকসান্দের চেফেরিন। বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থার এমন পরিকল্পনায় নিজেদের অবস্থান এবার আরও পরিষ্কার করলেন উয়েফা প্রধান। এমনটি হলে ইউরোপের দলগুলো বিশ্বকাপে অংশ নাও নিতে পারে বলে হুমকি দিলেন তিনি।