ভিডিও স্টোরি: ছোট্ট ম্যাচের বক্সেই রাখা যায় ১৮ থেকে ২০টি আপেল
                        
                            যমুনা টিভি
                        
                        
                        
                         প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২১, ২২:৩০
                        
                    
                আমলকি বা জামের থেকেও আকারে ছোট আপেল! রাশিয়ার সাইবেরিয়ায় খুদে এই আপেল উৎপাদিত হচ্ছে। মাইনাস ৬০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চাষের উপযোগী এই ফল। টিকে থাকতে পারে তীব্র তুষারপাতেও। ছোট্ট ম্যাচের বাক্সে রাখা যায় ১৮ থেকে ২০টি আপেল। আরও ভিডিওতে।