![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2021%2F09%2F09%2Fkishoreganj-accident-picture.jpg%3Fitok%3DyWBIUQY-)
কিশোরগঞ্জে অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে, শিশু নিহত
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার একটি ব্যাটারিচালিত যাত্রীবাহী অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে ধলেশ্বরী নদীতে পড়ে এক শিশু নিহত হয়েছে। নিহত শিশুটির নাম নুহা আক্তার (৪)। আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার তালজাঙ্গা ইউনিয়নের চরতালজাঙ্গা গ্রামের সড়কঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তালজাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান মো. সেলিম খান শিশুটির পরিচয় নিশ্চিত করে জানান, নিহত নুহা আক্তার ময়মনসিংহের নান্দাইল উপজেলার সুন্দরবন গ্রামের রমজান ভূঁইয়ার মেয়ে। সে তাড়াইলের বাশহাটি গ্রামের ফুফুর বাড়ি বেড়ানোর পরে নিজ বাড়িতে ফিরছিল। দুর্ঘটনার সময় অটোরিকশায় ফুফা সাইফুল ইসলাম ও ফুফু মমতা আক্তার সঙ্গে ছিলেন।