![](https://cdn.jagonews24.com/media/imgAllNew/BG/2019November/emdadul--20210909192328.jpg)
গ্রেফতার এড়াতে রিকশাচালক-রাজমিস্ত্রির কাজ করেন জঙ্গি এমদাদুল
ময়মনসিংহের একটি কলেজ থেকে স্নাতক (বিএ) পাস করে প্রাইমারি স্কুলে শিক্ষকতা শুরু করেছিলেন এমদাদুল হক ওরফে উজ্জ্বল মাস্টার। জঙ্গি সংশ্লিষ্টতায় ওই স্কুল থেকে তাকে চাকরিচ্যুত করা হয়। পরবর্তীতে ২০০২ সালে মুক্তাগাছায় এক জঙ্গি নেতার বয়ান শুনে জঙ্গিবাদে উদ্বুদ্ধ হন এবং জঙ্গি নেতা শায়েখ আব্দুর রহমানের কাছে বায়াত নেন। এরপর জামালপুরে একটি আস্তানায় প্রশিক্ষণ গ্রহণ করেন তিনি।
- ট্যাগ:
- বাংলাদেশ
- গ্রেফতার
- জঙ্গি তৎপরতা