![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fjamal-1-20210909172608.jpg)
স্কুল খোলার ঘোষণায় ব্যস্ততা বেড়েছে দর্জিপাড়ায়
দেড় বছর বন্ধ থাকার পর ১২ সেপ্টেম্বর খুলে দেওয়া হচ্ছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ঘোষণায় শিশুদের নতুন ইউনিফর্ম বানানোর হিড়িক পড়েছে। এতে ব্যস্ত সময় পার করছেন দর্জিপাড়ার কারিগররা।
দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় বাড়ন্ত শিশুদের ইউনিফর্ম ছোট হয়ে গেছে। তাই স্কুল খোলার ঘোষণায় অভিভাবকরা ছুটছেন নতুন ইউনিফর্ম বানাতে। একই চিত্র দেখা গেছে জামালপুরে।