আওয়ামী লীগের সমাবেশে প্রকাশ্যে গুলির ঘটনায় গ্রেফতার ৪
নোয়াখালীতে আওয়ামী লীগের তিন পক্ষের সমাবেশকে কেন্দ্র করে প্রকাশ্যে গুলি করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শিহাব উদ্দিন শাহিনের ৪ অনুসারীকে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার ও বুধবার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
বুধবার রাতে এ ঘটনায় সুধারাম থানার উপ-পরিদর্শক কামাল উদ্দিন বাদী হয়ে চারজনকে আসামি করে অস্ত্র আইনে একটি মামলা করেন। ওই মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে। গ্রেফতাররা হলেন- অস্ত্রধারী মো. রাফেজ, সহযোগী মো. আবুল হায়াত রায়হান প্রাকাশ খালাশী রায়হান, মো. ইউনুছ ও নুরুল আমিন।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৯ মাস, ৪ সপ্তাহ আগে