মাদারীপুরে প্লাবিত ২৪ স্কুল, সহসা খোলার কোনো সম্ভাবনা নেই
কয়েকদিন ধরে টানা বাড়ছে পদ্মা ও যমুনা নদীর পানি। এতে তলিয়ে গেছে মাদারীপুরের নিম্নাঞ্চল। পানিবন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন ৩০টি গ্রামের কয়েক হাজার মানুষ। দেখা দিয়েছে বিশুদ্ধ পানির অভাব। তলিয়ে গেছে জমির ফসল। পানিতে ডুবে আছে ২৪টি স্কুল।
জেলা পানি উন্নয়ন বোর্ড সুত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় পদ্মা নদীর পানি ভাগ্যকূল পয়েন্টে পাঁচ সেন্টিমিটার বেড়েছে। এতে আড়িয়াল খাঁসহ আরও কয়েকটি নদ-নদীর পানিও বেড়েছে। আগামী আরও পাঁচ দিন পানি বাড়ার সম্ভাবনা রয়েছে। শিবচরে চরাঞ্চলের পানি বিপৎসীমার তিন ফুট ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।