নির্বাচন করুম আর আমিই জানি না, এইডা কেমুন কথা : ডিপজল
বাংলাদেশ প্রতিদিন
বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)
প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২১, ১৫:০৪
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছে। এর মধ্যে ঢালিউডের আলোচিত খল অভিনেতা ডিপজলের সভাপতি পদে নির্বাচনেরও খবর বেরিয়েছিল। তবে এসব তথ্য সঠিক নয় বলে দাবি করেছেন ডিপজল। তিনি জানিয়েছেন, শিল্পী সমিতি শুধু না, কোনো নির্বাচনেই তিনি অংশ নেবেন না।
তিনি বলেন, ‘আমি নির্বাচন করুম আর আমিই জানি না, এইডা কেমুন কথা? আমার সঙ্গে কেউ কথা না কইয়া খবর প্রকাশ করে ক্যামনে, আমার সঙ্গে কথা কইলেই তো জিনিসটা দিনের মতও পরিস্কার হইতো।’