![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fsunamgonj-1-20210909132343.jpg)
শহর থেকে গ্রাম সব জায়গায় হচ্ছে উন্নয়ন: পরিকল্পনামন্ত্রী
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, বাংলাদেশের এমন কোনো জায়গা নেই যে উন্নয়ন হচ্ছে না। শহর থেকে গ্রাম সব জায়গায় এতো উন্নয়ন অতীতে কোনো সরকার করতে পারেনি। একমাত্র আওয়ামীলীগ সরকার পেরেছে।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে মুজিব শতবর্ষ উপলক্ষে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার বীরগাঁও ইউনিয়নবাসীর আয়োজনে নৌকাবাইচ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান শেষে মন্ত্রী এসব কথা বলেন।
- ট্যাগ:
- বাংলাদেশ
- গ্রাম
- উন্নয়ন
- শহর
- এম এ মান্নান