জামায়াতের ‘মধুর প্রতিশোধ’ নিল বিএনপি!
ঢাকা টাইমস
প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২১, ১৩:০৫
দুই দশকের বেশি সময় ধরে জোটবদ্ধ আন্দোলন করলেও গত কয়েক বছর ধরে বিএনপি-জামায়াতের সম্পর্কে কিছুটা টানাপোড়েন চলছে। বিভিন্ন সময় প্রকাশ্যে জামায়াত নিয়ে কথা বলেছেন বিএনপির নীতি-নির্ধারকেরা। জোটগত সম্পর্ক ছিন্ন করার চাপও আছে দলের ভেতরে-বাইরে। অন্যদিকে সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতিতে জামায়াতও জোটকে পাশ কাটিয়ে নিজেদের ঘর গোছানোতেই বেশি মনোযোগী।
এরমধ্যে সম্প্রতি জামায়াতের সেক্রেটারি জেনারেলসহ কেন্দ্রীয় প্রভাবশালী সাত নেতা গ্রেপ্তার হয়েছেন। এই ঘটনায় জোটের প্রধান হিসেবে বিএনপির পক্ষ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে সেখানে জামায়াতের নামটিও উল্লেখ করা হয়নি। এটাকে জামায়াতের বিরুদ্ধে বিএনপির ‘মধুর প্রতিশোধ’ হিসেবে দেখছেন কেউ কেউ। কারণ এর আগে জিয়াউর রহমানকে নিয়ে তোলা বিতর্কের ইস্যুতে জামায়াত যে বিবৃতি দিয়েছে সেখানে জিয়াউর রহমানের নাম উল্লেখ করেনি দলটি।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৮ মাস আগে
৮ মাস, ৩ সপ্তাহ আগে
৮ মাস, ৩ সপ্তাহ আগে