![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2021%2F09%2F09%2Fpawan.jpg%3Fitok%3DmX8mmQnb)
পারিশ্রমিক বাড়িয়ে ৬০ কোটি নিচ্ছেন পবন?
এনটিভি
প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২১, ১২:২৫
তেলেগু পরিচালক হরিশ শংকর তাঁর ২৮তম সিনেমার কাজ করছেন। আর এ সিনেমার নায়ক পাওয়ার স্টার পবন কল্যাণ। আজ নির্মাতা টুইটারে পবনের ফার্স্ট লুক পোস্টার শেয়ার করেছেন। সিনেমার নাম ‘ভবদেয়ুদু ভগৎ সিং’। ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ফিল্মিবিটের খবর, পবন কল্যাণের নতুন এ সিনেমা নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই।
- ট্যাগ:
- বিনোদন
- পারিশ্রমিক
- তেলেগু তারকা
- পবন কল্যাণ