প্লাস্টিক-দূষণ রোধে জৈব প্রযুক্তি
প্লাস্টিক বর্জ্য জৈব প্রক্রিয়ায় সহজে মাটিতে মিশে যায় না বলে এগুলো পরিবেশের জন্য দিন দিন আরো বেশি হুমকি হয়ে উঠছে। তবে বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে অপরিশোধনযোগ্য প্লাস্টিককে পরিবেশে মিশিয়ে দেওয়ার উপায় খুঁজে হয়রান হলেও দৈবক্রমে এমন এক ধরনের ছত্রাক সম্প্রতি আবিষ্কৃত হয়েছে, যা প্লাস্টিককে আক্ষরিক অর্থেই ‘খেয়ে ফেলছে’।
‘বায়োহোম’ নামক একটি বায়ো-ম্যানুফ্যাকচারিং ফার্মের প্রধান বায়োটেক প্রকৌশলী সামান্থা জেংকিন্স অন্য এক বিষয়ে গবেষণার কাজ করতে গিয়ে দৈবক্রমে এ প্লাস্টিক-খেকো ছত্রাকটি আবিষ্কার করেন। পলিইথাইলিন টেরেপথালেট বা পিইটি এবং পলিইউরিথেন প্লাস্টিকের ওপর তিনি সর্বপ্রথম ছত্রাক দ্বারা প্লাস্টিক কনজিউমিং ঘটনার পরীক্ষাটি করেন।