কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সেইসব চিকিত্সক গুণীজন

ইত্তেফাক ডা. অপূর্ব চৌধুরী প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২১, ১২:৩০

মাঝে মাঝে বিড়ম্বনায় পড়ি। স্বভাবের কারণে নয়, পেশার কারণে। দেশি লেখক ডাক্তারের সংখ্যা কম। অথবা বলা যায়, বর্তমানে ডাক্তার লেখকের সংখ্যা কম। হাসপাতাল আর চেম্বারে ব্যস্ত ওনারা। দেশি লোকজনের ধারণা, ডাক্তার হলে লেখালেখির এত সময় কোথায়! অনেকে ভাবেন, ডাক্তার মানে সারা দিন ছুরি-কাঁচি, সুঁই, সিরিঞ্জ আর স্টেথো নিয়ে দৌড়াবেন!


কিছু গল্প বলি। ডাক্তার লেখকদের গল্প। লেখক ডাক্তারদের গল্প।


এগারো শতকে ইসলামিক স্কলার, গণিতজ্ঞ, জ্যোতির্বিদ, দার্শনিক, সাহিত্যিক ও চিকিত্সক ফাদার অব মেডিসিন নামে পরিচিত আবিসিনা বা আবু আলী সিনা জন্মেছেন আজকের উজবেকিস্তানের বুখারে। ৪০টি বই লিখেছেন চিকিত্সাশাস্ত্রের ওপর। ১৫০টি বই লিখেছেন দর্শন, সাহিত্য, কাব্য, এমনকি ধর্মতত্ত্বের ওপর। তার বিখ্যাত Canon of Medicine বইটি ইংল্যান্ডসহ ইউরোপের বেশির ভাগ মেডিক্যাল শিক্ষাপ্রতিষ্ঠানে ১৭ শতাব্দী পর্যন্ত মেডিসিনের প্রধান বই হিসেবে পড়ানো হতো। আমেরিকান একটি প্রকাশনী ১৯৭৩ সালেও বইটির একটি সংস্করণ প্রকাশ করে!

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও